
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি :- | রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
“নিরাপদ ফসলে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জামালপুরে ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ মাঠে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা ইয়াছমিন।
জামালপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহর সঞ্চালনায়
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বেদযানী ভৌমিক, জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, জেলা ডিপ্লোমা ইনস্টিটিউটের সভাপতি এস এম জিয়াউল হক প্রমুখ।
এছাড়াও নার্সারি মালিক সমিতির সভাপতি সুজন কাজি ও কৃষক মাসুদ রানা বক্তব্য রাখেন।
এই কৃষি মেলা ৩দিনব্যাপী চলবে এবং সর্বমোট ১২টি স্টল রয়েছে।
Posted ৮:০২ অপরাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।