• শিরোনাম

    জামালপুরে ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবার পাচ্ছে টিসিবির পণ্য

    আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি :- | সোমবার, ২১ মার্চ ২০২২ | পড়া হয়েছে 54 বার

    জামালপুরে ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবার পাচ্ছে টিসিবির পণ্য

    জামালপুরে ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবার পাচ্ছে টিসিবির পণ্য

    apps

    পবিত্র রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় জামালপুরে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। জামালপুরে ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবারের মাঝে পারিবারিক কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ট্রেডিং করর্পোরশেন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলম আলী প্রমুখ। জানা যায়, জেলার ৭ উপজেলা, ৮টি পৌরসভা এবং ৬৮ ইউনিয়নের ২৪৪টি স্পটে এসব পণ্য বিক্রি করছেন টিসিবির ৫৯ জন ডিলার। প্রত্যেক পরিবারের নিকট ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে।

    বাংলাদেশ সময়: ৬:০২ অপরাহ্ণ | সোমবার, ২১ মার্চ ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ