
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | রবিবার, ০২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
জামালপুরে ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস, উপলক্ষে বর্ণাঢ্য রেলি,আলোচনা সভা, ঋণ ও সহায়ক উপকরণ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল বাতান কে সামনে রেখে জামালপুর জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ২ জানুয়ারি সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি আয়োজন করেন জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদা জামান জেলা প্রশাসক, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। ডা: প্রণয় কান্তি দাস সিভিল সার্জন জামালপুর। মোঃ মোখলেছুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) জামালপুর। লিটুস লরেন্স চিরান নির্বাহী অফিসার জামালপুর সদর উপজেলা । সৈয়দ আতিক রহমান ছানা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা।মোস্তাফিজুর রহমান (ই.ডি) উচ্চমান সহকারী হিসাবরক্ষক উপজেলা সমাজসেবা কার্যালয় সদর জামালপুর প্রমুখ। জামালপুর জেলার বিভিন্ন সমাজসেবা অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের সভাপতি গন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আমজাদ আলী সভাপতি, প্রতিবন্ধী সেভা সংস্থান জামালপুর জেলা। আরিফা ইয়াসমিন ময়ূরী সভাপতি, হিজড়া সম্প্রদায় । জাহাঙ্গীর সেলিম নির্বাহী পরিচালক উন্নয়ন সংঘ জামালপুর। জামালপুর জেলা ও সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকল সুবিধাভোগী গণ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে পরিদর্শন করা হয়। জামালপুর জেলার সংখ্যা । বিধবা ও স্বামী নিগহিতা মহিলা ভাতা সংখ্যা ৩২৪২০ জন। প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী শিক্ষা উদ্বৃত্তের কার্যক্রম সংখ্যা ২৬৫০ জন। মুক্তিযোদ্ধা সম্মানীভাতা সংখ্যা ২৪২৯জন। হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতার সংখ্যা ৭৫জন। দেবে জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা /বয়স্কভাতা সংখ্যা ৬৫ জন । দেবে গোষ্ঠীর জন্য শিক্ষা উপবৃত্তি সংখ্যা ৬৫ জন। ক্যান্সার, কিডনী, লিভার, জন্মগত হৃদরোগ সংক্রান্ত উপকারভোগীর সংখ্যা ১০৭৭জন। প্রত্যেকে ৫০০০০\= টাকা ।সহ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সময়ের মাঝে আর্থিক অনুদান সংক্রান্ত অনুদান। মোট ৯৫টি এদের মাঝে অনুদানের বরাদ্দকৃত পরিমাণ ৩৩৩৯০০০\=টাকা। সভাপতিত্ব, রাজু আহমেদ উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় জামালপুর। সঞ্চালনায় ,আবু ইলিয়াস মল্লিক সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় জামালপুর।
Posted ৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।