আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধিঃ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
জামালপুরে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল জলিল (৭২) কে ২২ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি ১। বুধবার দিবাগত রাত ২ টার দিকে মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল জলিল জামালপুরের মেলান্দহ উপজেলার কাংগালকুশা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। জানা যায়, ২০০০ সালের ১৯ মে সামান্য বাগবিতন্ডাকে কেন্দ্র করে একই এলাকার জয়নাল আবেদিনের মাথায় শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে জলিল। পরে জয়নাল আবেদিনকে তাৎক্ষণিক মেলান্দহ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ২০ মে জয়নালের অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরের দিন ধারা ১৪৮/৪৪৮/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ মোতাবেক মেলান্দহ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এরপর থেকে গ্রেপ্তারকৃত আব্দুল জলিল বিভিন্ন ছদ্দবেশ ধারন করে দীর্ঘ ২২ বছর যাবৎ পলাতক রয়েছিল। র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, র্যাবের নিজস্ব তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি আব্দুল জলিলের অবস্থান নিশ্চিত করা হয় এবং বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে উক্ত হত্যা মামলার সত্যতা যাচাই করে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।