আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 50 বার
সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে জামালপুরে গণ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।
বুধবার (১০জানুয়ারি) দুপুরে শহরের বড় মসজিদ সংলগ্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ গণ অবস্থান কর্মসূচি পালন করে তারা।
গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক এজিএস মনিরুজ্জামান মনির ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই সরকার নেতাকর্মীদের উপর হামলা ও মামলা দিয়ে আমাদের পেছনে হটাতে পারবে না। আগামী দিনে দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১১:০৪ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel