ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ জামালপুর সদর জামালপুর এর আয়োজনে বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স(BIENGS)প্রজেক্ট এর ছাগল বিতরণ কর্মসূচি ২০২১ইং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানোনীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃমোজাফ্ফর হোসেন এমপি জামালপুর ৫। বিশেষ অতিথি মোঃ জহিরুল ইসলাম এগ্রিকালচার প্রজেক্ট ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ জামালপুর সদর জামালপুর। মোঃসেলিম মিয়া সাবেক সাধারণ সম্পাদক ১২নং তিতপল্যা উইনিয়ন।
মোঃ ইনতিয়াছ আলী সাবেক প্রচারসম্পাদক ১২নং তিতপল্যা উইনিয়ন। মোঃ আঃরশিদ সদস্য তিতপল্যা উইনিয়ন পরিষদ। উপস্থিত ছিলেন ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তা বৃন্দরা ও সুবিধাভোগী ৫০টি পরিবার সহ স্থানিয় জনগন। ৫০টি পরিবারের মাঝে দুটি করে মোট ১০০ টি ছাগল বিতরণ করেন। দুটি ছাগলের মূল্য ৮২০০ টাকা। র্সবমোট ৪,১০,০০০ টাকার ছাগল বিতরণ করেন। ছাগল হাতে পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্র পরিবারের সুবিধাভোগীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জননেতা মোঃ হারুনূর রশিদ (সেলিম) চেয়ারম্যান ১২নং তিতপল্যা উইনিয়ন পরিষদ। সঞ্চালনা করেন তিতপল্যা উইনিয়নের সচিব মহদয়।।