আল-মাসুদ লিটন, জামালপুর ( প্রতিনিধি ) : | রবিবার, ০৯ মে ২০২১ | প্রিন্ট
জামালপুরে বোরো মৌসুমে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে । গত শনিবার (০৮ মে) দুপুরে জামালপুর সদরের সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মােজাফ্ফর হােসেন সিআইপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস চিরান, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানােয়ার হােসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক মােঃ সুরুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু ও সিংহজানী খাদ্যগুদাম সংরক্ষণ চলাচল কর্মকর্তা মােঃ আসাদুজ্জামান।
জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মােঃ আল ওয়াজিউর রহমান জানান , চলতি বােরাে মওসুমে জেলায় ২৬ হাজার ৪৭১ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । জেলার ৩৪৫ টি চুক্তিবদ্ধ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এ সব চাল সরবরাহ করবেন । এছাড়া চলতি মওসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৪২১ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে । গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১ হাজার ১২৬ মেট্রিক টন । চলতি মওসুমে সরকারিভাবে প্রতিকেজি সেদ্ধ চাল টাকা , প্রতিকেজি ধান ২৭ টাকা এবং প্রতিকেজি গম ২৮ টাকা দরে ক্রয় করা হবে ।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৯ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।