সোমবার ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

জামালপুরে শাকিল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি   |   রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট

জামালপুরে শাকিল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর পৌর শহরের গেইটপাড়স্থ ফিসারীপাড়া এলাকায় শাকিল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার সকালে রেলগেইট এলাকায় ফিসারীপাড়া এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শাকিল মিয়ার বাবা ফকির হোসেন, মাতা সুলতানা বেগম, স্থানীয়দের মধ্যে বাবুল মিয়া, রবিউল আওয়াল ও সিফাত মিয়া প্রমুখ। বক্তারা বলেন, শাকিল মিয়া একটি অটো সার্ভিসিং শো-রুমে কাজ করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নিহত শাকিলের বাবা ফকির মিয়া ও মা সুলতানা বেগম জানান, শাকিলের সাথে প্রায় ২ বছর আগে ফিসারীপাড়া এলাকার হযরত আলী ওরফে কালুর মেয়ে আলীজার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে ঝগড়া চলে আসছিল। পরে আলীজা ঝগড়ার কারনে বাপের বাড়ী চলে যায়। গত ১৪ ফেব্র“য়ারী সোমবার আলীজা ঘুরতে বের হলে শাকিল তার পিছু নেয়। একপর্যায়ে আলীজার সাথে অন্য কারো পরকিয়ার সম্পর্ক জানতে পারে শাকিল। এ নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যার পর ভাড়া নেয়া বাড়ীতে ধরনার সাথে ঝুঁলিয়ে রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেন। শাকিলের পরিবার প্রশাসনের কাছে হত্যার মূল রহস্য উদঘাটনের মাধ্যমে দোষীদের গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, গত ১৫ ফেব্র“য়ারী সকালে শাকিলের ভাড়াবাড়ীর ঘরের দরজা বন্ধ থাকায় আশেপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে দেখে ধরনার সাথে ঝুলে আছে শাকিলের দেহ। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এ ঘটনায় শাকিলের মা সুলতানা বেগম জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

Posted ১:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins