জামালপুর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জমান এর নেতৃতে¦ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জামালপুর, জনাবা জান্নাতুল ফেরদৌস হ্যাপি এর উপস্থিতিতে আজ দুপুরে জামালপুর জেলার সদর থানাধীন শেখের ভিটা পাসপোর্ট অফিস চত্ত্বর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে র্যাব। র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১৮৬০ সালের দন্ড বিধি আইনের ১৮৬ ধারা মোতাবেক সরকারী কর্মচারীকে কার্যসম্পাদনে বাঁধা প্রদান করায় শহরের বগাবাইত গ্রামের মো: রফিকুল ইসলাম (৪৫), মনিরাজপুর বটতলার মো: মাহমুদুল হাসান (৩০), কাচারী পাড়ার শামীম হোসেন (৩৫), শেখের ভিটার মো: রনি(২১) মো: বাপ্পী (২৪), কাচারী পাড়ার রুবেল হোসেন (৩৫), মো: ফারুক হোসেন (৩৩) কে আট’ক করে প্রত্যেক কে ৫শত টাকা করে জরি’মানা করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলেও জানানো হয়।