• শিরোনাম

    জামালপুরে র‍্যাব-১৪ এর অভিযানে ৭ জুয়াড়ী আটক।

     আল মাসুদ লিটন জামালপুর: রবিবার, ১১ জুলাই ২০২১

    জামালপুরে র‍্যাব-১৪ এর অভিযানে ৭ জুয়াড়ী আটক।

    জামালপুরে র‍্যাব-১৪ এর অভিযানে ৭ জুয়াড়ী আটক।

    apps

    মেলান্দহে উপজেলা মালঞ্চ গ্রাম থেকে ৭জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই দুপুরে উপজেলার মালঞ্চ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো মালঞ্চ এলাকার মো. আব্দুস সালামের ছেলে মো. বিল্লাল(৩২), তৈয়ব আলীর ছেলে মো.উকিল (৩৫), মৃত সোবহান মন্ডলরে ছেলে মো. আমিনুর (৩৭), মো. সাহাজদ্দির ছেলে দুলাল (৪০), আব্দুল হাকীমের ছেলে মো. শফিকুল ইসলাম (২২), মজিবর রহমানের ছেলে মো.ফরহাদ (২৫) ও মৃত হাসমত মন্ডলের ছেলে মো.বাদশা মণ্ডল (৩৮)কে আটক করেছে।এ সময় র‌্যাব সদস্যরা জুয়া খেলার তাস ও নগদ ১৯ হাজার ২২৫ টাকা উদ্ধার করে।জামালপুর র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলশি সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে ‌ উপজেলার মালঞ্চা এলাকায় ওই বাড়িতে অভিযান চালায়।অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান-এ ব্যাপারে মেলান্দহ থানায় একটি মামলা হয়েছে

    বাংলাদেশ সময়: ১২:২০ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ