আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 34 বার
জামালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে কার্যক্রমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
রোববার বিকালে সদর উপজেলার রানাগাছা মধ্যপাড়ায় ধানের চারা রোপন উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিনসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষকরা। কৃষি জমিতে যন্ত্রের ব্যবহার সহজতর করতে জামালপুরে শুরু হলো সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষাবাদ। বিশেষ এই পদ্ধতিতে কৃষক উৎপাদিত ধানের চারা যন্ত্রের মাধ্যমেই রোপন ও যন্ত্রের মাধ্যমেই কাটা শেষে ফসল ঘরে তুলতে পারবে। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে শ্রমিক সংকট ছাড়াও উৎপাদন খরচ কমবে। রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে শ্রমিক ছাড়াই বোরো ধানের চারা রোপন করা হচ্ছে।
রাইট সিডার যন্ত্রের মাধ্যমে ট্রেতে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় বীজতলা, যা হতে সময় লাগে ২২ থেকে ২৫ দিন। সনাতন পদ্ধতিতে মাটিতে ধানের চারা রোপন করতে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। কিন্তু সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে সঠিক পরিমাপে ও দূরত্বে চারা রোপন সম্ভব হয়। এই পদ্ধতিতে একদিকে যেমন শ্রমিক সংকট দূর হবে, অন্যদিকে একর প্রতি উৎপাদন খরচ কমছে প্রায় ৫০ ভাগ। শুধু তাই নয়, এই পদ্ধতিতে ফসলি জমিতে পোকা মাকড়ের বিস্তার রোধ, রোগ-বালাই দমন সহজ হবে। চলতি মৌসূমে কৃষি বিভাগের সহায়তায় সমলয় পদ্ধতিতে সদর উপজেলার রানাগাছায় ৬৩ জন কৃষকের ৫০ একর জমি ও ইসলামপুর উপজেলার ১শ জন কৃষকের ৫০ একর জমিতে বোরো ধানের চাষ করা হচ্ছে।
সমলয় পদ্ধতিতে ধান চাষের জন্য দুই উপজেলা ১শ ৬৩ কৃষককে বীজ, সার, ধানের চারা রোপন ও কর্তনের কাজ করে দেবে কৃষি বিভাগ।
বাংলাদেশ সময়: ৬:৪৬ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel