যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বাদ জোহর জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাব এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা মনজু, জাহাঙ্গীর আলম, বজলুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু, কাফী পারভেজ, জাহিদ হাবিব ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান প্রমুখ। স্মরণ সভা শেষে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বসাকপাড়া মসজিদের ইমাম মাওলানা মো. রাকিবুল ইসলাম।