আল-মাসুদ লিটন, জামালপুর ( প্রতিনিধি ) : | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | প্রিন্ট
জামালপুরে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ফিক্সচার প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জামালপুর মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জামালপুরে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান ও আ’লীগ নেতা মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ। পরে অতিথিরা মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ফিক্সচার ঘোষণা করা হয়। আগামী ২৮ মার্চ মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। খেলায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া ও কুড়িগ্রাম জেলার মোট ১২টি দল অংশগ্রহন করবে।
Posted ৬:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।