আল মাসুদ লিটন | শনিবার, ১৭ জুলাই ২০২১ | পড়া হয়েছে 103 বার
শুক্রবারে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১৩ তমঅ মৃত্যুবার্ষিকীতে দৌলতপুরস্থ তাঁর কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। তিনি জামালপুর জেলার আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ,স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সর্বদলীয় সংগ্রাম পরিষদের তৎকালীন জামালপুর ও শেরপুরের আহবায়ক, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার নিযুক্ত বিচারপতি, জামালপুর জেলা আওয়ামী লীগের বারংবার নির্বাচিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রখ্যাত আইনজীবি ক্ষণজন্মা পুরুষ এডভোকেট মতিয়র রহমান তালুকদা। এ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে মরহুমের প্রতিকৃতি ও শ্রদ্ধাঞ্জলিঅর্পন, কোরআনখানী পাঠ, এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃত্যুবার্ষিকীর সকল অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এডভোকেট মতিয়র রহমান তালুকদারের সুযোগ্য পুত্র তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযুদ্ধোর সন্তান উপস্থিত । সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের, জেলা ও উপজেলা প্রশাসন, জামালপুর প্রেস ক্লাব এর সাংবাদিক ভাইদের শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সময়: ১১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel