
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে একলাখ টাকা জরিমানা ও অবৈধ ড্রেজার মেশিন ধংশ ।
জামালপুরে শহরের ছনকান্দা হইতে নান্দিনা খড়খড়িয়া পর্যন্ত অবৈধ ড্রেজার মেশিন ধংশ করে এবং নগদ একলাখ টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ছনকান্দা হইতে নান্দিনা খড়খড়িয়া পর্যন্ত অবৈধ ড্রেজার মেশিন ধংশের ঝটিকা অভিযান চলানো হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের পরিচালনায় শরিফপুরে, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও শহরের ছনকান্দায় এএলও মাহমুদা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ড্রেজার মেশিন ভেঙে ও পুড়িয়ে ফেলা হয়। এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে করে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ভাবে মহাসড়কের ক্ষতি সাধন হচ্ছে। এই অভিযান অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী রফিকুল হক ও শরিফপুর ভূমি সহকারী কর্মকর্তা মুন্নাফ প্রমুখ।
Posted ৪:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।