সোমবার ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:-   |   সোমবার, ১৫ নভেম্বর ২০২১   |   প্রিন্ট

জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়, ইনসুলিনসহ যাবতীয় ডায়াবেটিস সেবার সুযোগ নিন এখনই” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জামালপুর ডায়াবেটিক সমিতি বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোড-শো ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে জামালপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম, সি.ই.ও ডাঃ মোশায়েরুল ইসলাম রতন বক্তব্য রাখেন। যুগ্ম-সাধারণ সম্পাদক সায্যাদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডাঃ জাহিদ হোসেন রবি, কোষাধ্যক্ষ দেবব্রত নাগ মধু, সদস্য ফরহাদ হোসেন মানু, নজরুল ইসলাম সরকার, আমিনুল ইসলাম, ময়না আনসারী, এডভোকেট আনোয়ার হোসেন, পার্থ প্রতিম নন্দিসহ জামালপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবদেন ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জামালপুর জেলায় রেজিস্ট্রেশনকৃত প্রায় ৭০ হাজার ডায়াবেটিস আক্রান্ত রোগী রয়েছে। প্রতিমাসে প্রায় ১৫০ জন দরিদ্র রোগীকে জামালপুর ডায়াবেটিক সমিতি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে এবং স্বাভাবিক জীবন যাপন করতে হলে, অবশ্যই একজন রোগীকে নিয়মিত ডাক্তারের পরামর্শ ও প্রয়োজনে ইনসুলিন ব্যবহার করতে হবে। বক্তারা আরোও বলেন, আমাদের দেশে ডায়াবেটিস আক্রান্ত প্রায় ৭০ ভাগ মানুষ ডায়াবেটিস হওয়ার ৫ থেকে ৭ বছর পর চিকিৎসার জন্য ডাক্তারের স্মরণাপন্ন হয়। অথচ তিনি যদি প্রথম থেকেই চিকিৎসা সেবাগ্রহণ করতেন তাহলে রোগীর শরীরের অন্যান্য রোগবাসা বাঁধতে পারতোনা। প্রতিটি রোগী ইনসুলিন ব্যবহারে ভয় ও অবহেলার কারণেই একজন রোগী ডায়াবেটিস আক্রান্ত হয়ে স্বল্পসময়ের ব্যবধানে মৃত্যুমুখে পতিত হন। ৪০ বছরের প্রতিটি পুরুষ ও ৩৮ বছরের বেশী প্রতিটি নারীকে বছরে ১ বার ডায়াবেটিস পরীক্ষা করানো কথাও বলেন বক্তাগণ।

Facebook Comments Box

Posted ২:১২ অপরাহ্ণ | সোমবার, ১৫ নভেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins