আল মাসুদ লিটন বুধবার, ০৭ জুলাই ২০২১
জামালপুরে বিনামুল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ এর শুভ উদ্বোধন কলেন মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু
বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি এর সার্বিক নির্দেশনায় জামালপুর পৌর এলাকায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৬ জুন) দুপুরে অক্সিজেন সিলিন্ডার বিতরণ এর শুভ উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এ অক্সিজেন ক্রয় ও বিনামূল্যে বিতরণের নির্দেশ দেন । ভবিষ্যতে প্রয়োজন হলে আরও অক্সিজেন আনা হবে ।অক্সিজেন সিলিন্ডারগুলো করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে। সুস্থ হওয়ার পর আবার সিলিন্ডার ফেরত নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি সার্বক্ষণিকভাবে জামালপুর পৌরবাসীর খোজঁ খবর রাখছেন। এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনাকালীন সময়ে সর্বোচ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাধুবাদ জানান পৌরবাসী।
|
|
বাংলাদেশ সময়: ১:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel