আল মাসুদ লিটন “ | সোমবার, ২৮ জুন ২০২১ | প্রিন্ট
সচেতন হই সুস্থ থাকি” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এইডস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেন বন্ধু জামালপুর সাব-ডিআইসি। জামালপুরের ডেপুর্টি সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামানের সভাপতিত্বে ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সাব-ডিআইসির ইনচার্জ বেলাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদ, জামালপুর সদর থানার এসআই এরশাদ আলম, এএসআই ফজলে রাহি, বন্ধুর প্যানেল লয়ার এডভোকেট শফিকুল ইসলাম, সততা উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়কারী খোরশেদ আলম, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী প্রমুখ। বক্তারা এইচআইভি ভাইরাস (এইডস) প্রতিরোধে বিভিন্নদিক তুলে ধরে বক্তব্য রাখেন। যৌনরোগ প্রতিরোধে যৌন মিলনে প্রতিটি মানুষকে নিজ নিজ ধর্মীয় আইন মেনে চলতে এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সাথে সুরক্ষা সামগ্রী ব্যবহার করে যৌন কার্যক্রমে অংশগ্রহণ করার আহবান জানান। জামালপুরে গত ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কোন এইচআইভি পজিটিভ রোগী নেই বলেও মতবিনিময় সভায় উল্লেখ করেন বক্তারা। এইডস প্রতিরোধে জনসচেতন বাড়াতে বন্ধুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
Posted ৮:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।