আল মাসুদ লিটন, জামালপুর | শনিবার, ১২ জুন ২০২১ | প্রিন্ট
জামালপুরে সদর উপজেলা নরুন্দিতে ইউনিয়নে পশ্চিম কুচনধারা গ্রামে; যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন : সইতে না পেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে নির্যাতিত গৃহবধু আখিঁ বেগম। পরে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্বামীর বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ আখি বেগম সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের পশ্চিম কুচনধার গ্রামের নুরুল হকের মেয়ে। গৃহবধূর পিতা নুরুল হক সাংবাদিকদের বলেন, গত সাত মাস আগে হরিণাকান্দা গ্রামের হেলী মিয়ার ছেলে মিলন মিয়ার (২৫) সাথে তার মেয়ের বিয়ে হয়। এক সপ্তাহ আগে জোর করে তার বাড়ী থেকে মেয়েকে নিয়ে যায় স্বামী মিলন মিয়া। তার মেয়েকে প্রায়ই মারধর ও নির্যাতন করা হত। তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন নুরুল হক। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর টিপু সুলতান সাংবাদিকদের জানান, সদর উপজেলার হরিণাকান্দা গ্রামের হেলী মিয়ার ছেলে মিলন মিয়ার স্ত্রী আখি বেগম পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, পরিবারের লোকজন মুমূর্ষু আবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Posted ১২:২৫ অপরাহ্ণ | শনিবার, ১২ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।