
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ | পড়া হয়েছে 92 বার
জামালপুরে নৌকা প্রার্থীদের বিজয়ী করার লক্ষে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা
আগামী ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষে জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ভাটারার স্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতিকের প্রার্থী বোরহান উদ্দিন বাদলের উদ্যেগে ইউনিয়ন আওয়ামীলীগ এ জনসভার আয়োজন করেন। বিকাল ৩ টায় জনসভা শুরু হয়ে প্রায় ৩ ঘন্টা চলমান থাকে। এর আগে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে প্রায় কয়েক হাজার নৌকা সমর্থকরা স্কুল মাঠে সমবেত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল্লাহ সোনা মিয়ার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মোহাম্মদ বাকি বিল্লাহ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হেসেন খসরু,উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ছানুয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর রশিদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা। এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক দিক তুলে ধরেন, তারা বলেন, আওয়ামীলীগের সময়ে দেশের ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের নিকট নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করেন ।
বাংলাদেশ সময়: ৫:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel