আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
জামালপুর সদরের চরবাসীর বহুল প্রত্যাশিত নান্দিনা-লক্ষীরচর সেতুর টেন্ডার( দরপত্র) আহবানের খবরে চরবাসীর মাঝে দেখা দিয়েছে আনন্দ-উৎসব।দরপত্র আহবানের খবর ছড়িয়ে পড়লে খুশিতে মিষ্টি বিতরণ করেছে চরবাসী। জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় খুব শিঘ্রই সেতুটির নির্মাণ কাজ শুরু হবে। জানাগেছে, দরপত্রের প্রক্রিয়া শেষ হওয়ার পর ২০২২ সালের শুরু দিকে সেতুর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ।৬০৬ মিটার লম্বা কংক্রিট গাডারের উপর নির্মিত স্টীল স্ট্রাকচারের এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি টাকা। সম্প্রতি নান্দিনা-লক্ষীরচর ঘাটে সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন জামালপুর সদরের প্রাণ পুরুষ সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। এসময় তিনি বলেন, নান্দিনা লক্ষীরচর বাসির বহুদিনের লালিত স্বপ্ন আজ পুরণ হতে চলেছে। ১১০ কোটি টাকা ব্যয়ে নান্দিনা বাজার ভায়া লক্ষীরচর সেতুটির নির্মাণ কাজ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। এই সেতুটি নির্মাণ করা হলে নান্দিনা, লক্ষীরচরসহ পার্শ্ববর্তী শেরপুর জেলা ও প্রতিবেশী টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ী উপজেলার মানুষ চলাচলসহ অনেক সুবিধা পাবে। এ অঞ্চলে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহন ও বাজারজাত করণের মাধ্যমে ন্যায্য মুল্য পাবে, ছাত্র-ছাত্রীরা নির্বিঘ্নে স্কুল কলেজে যাতায়ত করতে পারবে। এর জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। জামালপুর সদরের চরবাসীর বহুল প্রত্যাশিত নান্দিনা-লক্ষীরচর সেতুর টেন্ডার( দরপত্র) আহবান করায় জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন মহোদয় এ অঞ্চলের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ১২:১১ অপরাহ্ণ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।