• শিরোনাম

    জামালপুরে নতুন সিভিল সার্জন হলেন গরিবের ‘ডাক্তার’ শফিকুজ্জামান,

     আল মাসুদ লিটন জামালপুর :- সোমবার, ১২ জুলাই ২০২১

    জামালপুরে নতুন সিভিল সার্জন হলেন গরিবের ‘ডাক্তার’ শফিকুজ্জামান,

    জামালপুরে নতুন সিভিল সার্জন হলেন গরিবের ‘ডাক্তার’ শফিকুজ্জামান,

    apps

    করোনা মহামারি শুরু থেকে জামালপুর বাসীকে চিকিৎসা সেবার মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান। গতকাল বিকেলে হঠাং ফেইসবুকে মাধ্যমে জানতে পারলাম জামালপুরের ডেপুটি সিভিল সার্জন থেকে পদোন্নতি দিয়ে তাকে ভোলার সিভিল সার্জন হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডাঃ কে এম শফিকুজ্জামান এর পদোন্নতি জনিত কারণে বদলি হওয়ায় একদিকে যেমন জামালপুরের মানুষ আনন্দিত অন্যদিকে তার সেবা থেকে বঞ্চিত হওয়ায় ব্যতীত। জামালপুরের মানুষ তার উত্তরোত্তর পদোন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

    এদিকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন জেলার অন্যান্য চিকিৎসক সহকর্মীদের প্রতি, বিশেষ করে করোনা যোদ্ধাদের প্রতি। ভালোবাসা জানিয়েছেন এলাকার বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য বিভিন্ন পেশার জনগণের প্রতি, সর্বোপরি এলাকার সাধারণ জনগণের প্রতি যারা আমাকে কোন স্বার্থ ছাড়াই কাছের করে নিয়েছিল। তিনি বলেন, আমি চেষ্টা করেছি মানুষকে আমার যতটুকু সম্ভব হয়েছে সাধ্যমত চিকিৎসা সেবা দেবার জন্য। আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা, সকলে ভালো থাকবেন, আমার সাথে ফেইসবুক, মোবাইল কিংবা সরাসরি কানেক্টেড থাকবেন আজীবন এটাই প্রত্যাশা, আর আমার নতুন কর্মস্থল ভোলা সকলকে আমন্ত্রণ রইল। তিনি জামালপুর বাসীর কাছে দোয়া চেয়েছেন।

    বাংলাদেশ সময়: ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ