
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 38 বার
জামালপুরে ট্রেনে কাটা পরে সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
জামালপুর পৌরসভার বন্দের বাড়ি এলাকায় ট্রেনে কাটা পরে সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার রাত দশটার দিকে ঘটেছে। নিহত ব্যাংক কর্মকর্তা টাঙ্গাইল জেলার বীরতারা ইউনিয়নর শফিকুল ইসলাম খানের পুত্র কামরুল ইসলাম খান (৫০)। তিনি জামালপুর সোনালী প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তার দায়িত্ব অধিষ্ঠিত ছিলেন । জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাত দশটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী যমুনা ট্রেনেটি বন্দের বাড়ি এলাকায় পৌঁছালে কামরুল ইসলাম খান এই দুর্ঘটনার কবলে পড়েন। পরে তার লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। বিষয়টি নিয়ে নিহতের পরিবার জানায় ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম খান সোমবার রাতে বাড়ি থেকে বের হন তিনি। পরে তারা রেলওয় পুলিশের মাধ্যমে কামরুল ইসলাম খানের ট্রেনে কাটা পরার সংবাদ পান। জামালপুর রেলওয়ে থানা এসে আই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ৬:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel