আল-মাসুদ লিটন, জামালপুর ( প্রতিনিধি ) : | রবিবার, ৩০ মে ২০২১ | প্রিন্ট
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) ও জাবেদ গ্রুপের পক্ষ থেকে বিপুল পরিমাণ সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে জামালপুর চেম্বারের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পরিচালক ও জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি নজরুল ইসলাম, পরিচালক ও জাবেদ গ্রুপের কর্ণধার রকিবুল করিম প্রশাসনের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলেদেন।
জামালপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মদ ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস জামালপুর চেম্বার ও জাবেদ গ্রুপের দেয়া উপহার সামগ্রী গ্রহণ করেন। এসময় প্রতিটি প্রশাসনের স্বস্ব কার্যালয়ের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী হাতে পেয়ে জামালপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন জেসিসিআই ও জাবেদ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে। করোনা ভাইরাস প্রতিরোধে জেলার সকল প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে করোনা প্রতিরোধে কাজ করা আশা ব্যক্ত করা হয়।
Posted ৭:৩০ অপরাহ্ণ | রবিবার, ৩০ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।