আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | বুধবার, ০২ মার্চ ২০২২ | প্রিন্ট
“বীমায় সুরক্ষীত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রসাশন ও জেলা বীমা পেশাজীবি সংগঠনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পুরাতন পৌরসভার গেইট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সাংসদ আলহাজ্ব মোজাফফর হোসেন সিআইপি। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চীফ জোনাল ম্যানেজার মোঃ আজিজুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, ওসি তদন্ত দেলোয়ার হোসেন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ই ভি পি জাওয়াহের আলী জুয়েল, জীবন বীমা করপোরেশনের উন্নয়ন ম্যানেজার মোঃ বিল্লাল হোসেন, মেটলাইফ ইন্স্যুরেন্সের আইরিন পারভীন, সান লাইফ ইন্স্যুরেন্সের তাজুল ইসলাম, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের জহুরুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল হাশেম মোল্লা, যমুনা লাইফ ইন্স্যুরেন্সের জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান রিয়াদ প্রমুখ। বর্ণাঢ্য শোভাযাত্রায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স কোং লিঃ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, সান লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, ফারিষ্ট লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল লাইফ ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে চেক বিতরণ করা হয়। বক্তারা বলেন বাংলাদেশে প্রথম বীমা দিবস পালিত হয়েছিল-২০২০ সালের ১ মার্চে। আজ ১ মার্চ তৃতীয় বারের মতো নানা কর্মসূচী মধ্যে দিয়ে জাতীয় বীমা দিবস উদযাপন করা হলো। এছাড়াও সকল সচেতন নাগরিকদের একটি করে বীমা করারও আহবান জানান বক্তারা।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।