• শিরোনাম

    জামালপুরে “জাতীয় ভূমি সেবা সপ্তাহ”এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | সোমবার, ২২ মে ২০২৩ | পড়া হয়েছে 52 বার

    জামালপুরে “জাতীয় ভূমি সেবা সপ্তাহ”এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    apps

    স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয় প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় ভূমি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা ভূমি অফিসের মাঠে জামালপুরে এক সপ্তাহব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি আলহাজ সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর শহরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার ( ভারপ্রাপ্ত) এ এইচ এম আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান,জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজায়েত আলী ফকির প্রমূখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ বরকতউল্লাহ সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড)।
    অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার অন্তর্গত ১৫ টি ইউনিয়ন ভূমিক কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৯:০৩ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ