
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সুজাতউদদৌলা, মোঃ হায়দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আয়ুব আলী খান, ইটাইল ইউপি চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান স্বপন, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু, রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক ফনি, তুলসীরচর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলণ বন্ধে জনপ্রতিনিধি সহ সকলকে একসাথে কাজ করতে হবে। সেই সাথে সদর উপজেলার বিভিন্ন প্রকল্পের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।