আল মাসুদ লিটন | সোমবার, ২৮ জুন ২০২১ | পড়া হয়েছে 164 বার
জামালপুরের মাদারগঞ্জের গৃহবধু শাহিদা আক্তার হত্যা মামলার রায়ে তিনজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডে দ-িত করেছেন আদালত। সাজা পাওয়া আসামিরা হলেন- ওই গৃহবধূর দুই ভাসুর রবিউল কাশেম ও আমিনুর এবং রবিউল কাশেমের ছেলে নিক্সন। তাদের মধ্যে নিক্সন পলাতক রয়েছেন। সোমবার দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খান তাঁর আদালতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামের মজিবর রহমান তার মেয়ে শাহিদা আক্তারকে একই গ্রামের আব্দুস সালামের ছেলে শাহীন মিয়ার সাথে বিয়ে দেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পাঁচ বছর পর দুই সন্তানসহ স্ত্রীকে নিজ বাড়িতে রেখে শাহিন মিয়া সৌদী আরবে চাকরি করতে চলে যান। সৌদী আরব থেকে সংসারের প্রয়োজনে বিভিন্ন সময়ে স্বামীর পাঠানো টাকা নিয়ে শাহিদার ভাসুর রবিউল কাশেম ও আমিনুর এবং রবিউল কাশেমের ছেলে নিক্সন বিভিন্ন সময়ে শাহিদাকে নির্যাতন করতেন।
শ্বশুরবাড়ির লোকজনদের ধারাবাহিক নির্যাতনের জের ধরে ২০১০ সালের ২০ জানুয়ারি সকালে শ্বশুরবাড়িতে নিহত হন শাহিদা আক্তার। এ ঘটনায় নিহত শাহিদার বাবা মজিবর রহমান বাদী হয়ে শাহিদার দুই ভাসুর ও এক ভাসুরের ছেলেকে আসামি করে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকাকে কেন্দ্র করেই মারপিট এবং শ্বাসরোধ করে শাহিদাকে হত্যার প্রমাণ মিলে।
মামলাটির বিচারিক প্রক্রিয়ায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত উপরোক্ত রায় দেন। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও মো. আনোয়ারুল করিম শাজাহান।
|
|
বাংলাদেশ সময়: ৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel