আল-মাসুদ লিটন, জামালপুর ( প্রতিনিধি ) : | বুধবার, ০৫ মে ২০২১ | প্রিন্ট
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা এলাকা থেকে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যমানের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র্যাব। সেই সঙ্গে শামীম শেখ (৪০) নামে এক মূর্তি পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মূর্তি পাচারকারী শামীম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামের গোলাম মোস্তফার পুত্র। গত রবিবার (২ মে) রাতে এই তথ্য জানান র্যাব জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা।
তিনি জানান, রবিবার দুপুরে র্যাবের একটি দল সরিষাবাড়ির পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ গরুর হাটের দক্ষিণ পাশে অভিযান চালায়। অভিযানে অগ্রণী ব্যাংক পিংনা শাখার সামনে থেকে মূর্তি পাচারকারী শামীমকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১১.১ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১১ লাখ টাকা। র্যাব কম্পান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিদেশে মূল্যবান কৃষ্টি পাথরের মূর্তি পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৩:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।