আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | প্রিন্ট
কর্মহীন অতিদরিদ্রদের জন্য সরকারের খন্ডকালিল বিশেষ প্রকল্প ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির সুফল পাচ্ছে না অতিদরিদ্র শ্রমিকরা। এতে সরকারের কর্মসৃজন কর্মসূচির আসল উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। মেলান্দহ উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১১ ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির ( ১ম পযার্য়ের) ৫৯ প্রকল্পে চার কোটি ৫১ লাখ ৮৪ হাজার ও নন-ওয়েজ কষ্টের নয় লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৮২৪ জন অতিদরিদ্র নারী-পুরুষ শ্রমিক দৈনিক ৪০০ টাকা মজুরিতে ৪০ দিন মাটির কাজ করার কথা রয়েছে। কিন্তু দুরমুঠ কেন্দ্রীয় কবস্থানের দক্ষিণ পাশে গর্ত ভরাট, সুলতানখালী মাইছাপাড়া সাধু সেকের বাড়ী হতে পাকা রাস্তা হয়ে শরবতেত বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও নয়ানগর ইউনিয়নের সাধুপুর মোছার বাড়ী হইতে রফিকের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত এবং জলহকের বাড়ি হইতে মাদ্রাসা পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পসহ ৩০টি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে প্রকল্পে কোন শ্রমিক নেই। তবে ঘোসের পাড়া, নাংলা ও কুলিয়া ইউনিয়নের প্রকল্পগুলোতে আশানরূপ শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রকল্প সভাপতি নয়ানগর ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, কত টাকা বরাদ্দ, কতজন শ্রমিক, কত দিন কাজ করতে হবে, এসবের কিছুই জানি না। সব জানেন চেয়ারম্যান সাহেব। একই কথা বলেন, দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী মাইছাপাড়া সাধু সেকের বাড়ী হতে পাকা রাস্তা হয়ে শরবতেত বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের সভাপতি ইউপি বেলাল মিয়া। মেলান্দহ উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কর্মসৃজন প্রকল্পের দুর্নীতি রোধে আমি একটি ভিডিও ক্যামেরা কিনেছি প্রকল্পগুলি ভিডিও করছি। পিআইওকে বলেছি যেসকল প্রকল্পে কাজ হচ্ছে না সে গুলোর বিল না দিতে।
Posted ৬:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।