• শিরোনাম

    জামালপুরে করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করবেন স্থানীয় সাংসদ

    অনলাইন ডেস্ক | শনিবার, ১০ জুলাই ২০২১ | পড়া হয়েছে 173 বার

    জামালপুরে করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করবেন স্থানীয় সাংসদ

    apps

    আল মাসুদ লিটন, জামালপুর থেকে:
    প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুরে অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করবেন জামালপুর সদর আসনের এমপি আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
    জামালপুর সদর আসনের এমপি আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম এই প্রতিনিধিকে জানান, জামালপুর জেলাসহ সদর উপজেলায় দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডারসহ বেশ কিছু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন জামালপুর সদর আসনের এমপি আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

    এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম আরও জানান, আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার জামালপুরে অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের হাতে তুলে দেওয়া হবে। করোনায় যেন মানুষ কিছুটা হলেও উপকার পায় সে দিকে চিন্তা করেই জামালপুর সদর আসনের এমপি আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এ উদ্যোগ গ্রহণ করেছেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে অক্সিজেন স্যালিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হাত ধোয়া সাবান ইত্যাদি।

    বাংলাদেশ সময়: ৬:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ