জামালপুরে করোনায় ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়ে) জামালপুরে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জামালপুর জেলা প্রশাসন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে চেক তুলেদেন ও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। জেলা প্রশাসক মুর্শেদা জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি। অন্যান্যের মধ্যে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ বক্তব্য রাখেন। পরে সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক তুলেদেন অতিথিবৃন্দ। এসময় প্রয়াত সাংবাদিক আরিফ মাহমুদের সহধর্মীনির হাতে ৩ লাখ টাকার চেক ও অসুস্থ্য সাংবাদিক দুলাল হুসাইনের চিকিৎসার জন্য ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।