
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপদ সর্বত্র আমরা,জামালপুরে আনসার ও ভিডিপির বার্ষিক উপজেলা সমাবেশ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটরিয়ামে সদর উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে এ বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বার্ষিক উপজেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর হোসেন সিআইপি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক (রেঞ্জ কমান্ডার) ড. মো. সাইফুর রহমান পিএএমএস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুর জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান, জামালপুর সদর থানার অপারেশন (ওসি) আমিনুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিয়ারা আক্তার। প্রতিবেদন পাঠ করেন তুলশীরচর ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেতা আবুল খালেক ও ইটাইল ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেত্রী আয়শা সিদ্দিকা।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষক মতিউর রহমান।
বক্তারা বলেন আনসার ও ভিডিপির সফলতা সাথে সারা বাংলাদেশে সাইকেল বিতরণ করা হয়।
Posted ৪:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।