আল মাসুদ লিটন জেলা প্রতিনিধি জামালপুর : | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
– জামালপুরের মেলান্দহ উপজেলা আদ্রা ইউনিয়ন ৫/০৯/২১ ইং সকাল ১১.৩০ মিনিট থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। প্রেমিক আবু হানিফ (২৮) উপজেলার আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক।আবু হানিফ আদ্রা ইউনিয়ন এর গুজামানিকা নয়াপাড়া গ্রামের মোঃ তারা মিয়ার ছেলে। সরেজমিনে আবু হানিফের বাড়িতে অনশনরত মেয়েটি জানান, নয় মাস যাবত আবু হানিফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুযোগ নিয়ে আবু হানিফ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই এলাকার বিভিন্ন যায়গায় নিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত দুইদিন আগে মোবাইল ফোনে বিয়ের প্রস্তাব দিলে আবু হানিফ তাদের বাড়িতে আসতে বলে। মেয়েটি আরো জানায়, আমার অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল সেখান থেকে আবু হানিফ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে আনে।এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক আবু হানিফ। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন।ঘটনার পর প্রেমিক আবু হানিফ বাড়ি থেকে পালিয়েছেন।পলাতক থাকায় তাঁর মুঠোফোনে ফোন দিলে ফোন রিসিভ না করায় এ নিয়ে প্রেমিক আবু হানিফের মন্তব্য পাওয়া যায়নি। তার পিতা-মাতা এ বিষয়ে কথা বলতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা কর্মী জানান, আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলুল করিম ফরহাদ এর ছত্রছায়ায় দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেড়াচ্ছে বখাটে আবু হানিফ । এ বিষয়ে ৬ নং আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল করিম ফরহাদ সাহেব বলেন,মোঃ আবু হানিফের বিষয় কোন কিছু শুনি নাই, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান, উক্ত বিষয়ে নিয়ে এখনো কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।