
আল মাসুদ লিটন জেলা প্রতিনিধি জামালপুর : | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ | পড়া হয়েছে 62 বার
– শনিবার ২৮ আগস্ট দুপুরে ব্রিজের জন্য তৈরীকৃত নকশার যাচাই বাছাই ও জরিপকাজও সম্পন্ন হলো। শনিবার জামালপুর সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডির) উপজেলা প্রকৌশলী রমজান আলীকে সাথে নিয়ে চূড়ান্ত নকশার যাচাই বাছাই কাজ সম্পন্ন করেছেন। এসময় সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন এই সাংবাদিককে বলেন ব্রিজের জন্য নকশা চূড়ান্ত নকশা হয়েছে। নকশা ঠিক আছে কিনা তা যাচাই বাছাই করার কাজ আজ শেষ হলো। অচিরেই ব্রিজের টেন্ডার হবে বলে জানান তিনি। চূড়ান্ত নকশা অনুযায়ী নদের উত্তর পাশে ব্রিজের লক্ষ্মীরচর অংশে মূল ব্রিজের মাথা কিছুটা বাঁকা রয়েছে। আর নান্দিনা নেকজাহান রোডে অংশে সোজা রয়েছে। ব্রিজের নান্দিনা অংশের মুখটি ক্রমান্বয় ঢালু হয়ে গরু হাটার পশ্চিম কোনায় গিয়ে ঠেকেছে। আর লক্ষীরচর অংশে এ্যাপরোচসহ বাঁকা হয়ে লক্ষ্মীরচর উত্তর অংশে গিয়ে ঠেকেছে। ব্রিজের পশ্চিম পাশ দিয়ে থাকবে পাকা রাস্তা। নান্দিনা গরু হাটার পশ্চিম কোনো ব্রিজের মুখে গোল চত্বর তৈরী করা হবে। সেখান থেকে ব্রিজের উপর গাড়ী উঠানামা করবে। জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন আরো জানান প্রায় চারদশক ধরে নান্দিনা-লক্ষ্মীরচরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য ব্রিজের দাবি করেছে আসছেন এলাকাবাসী। আমরা জনগণের বহু কাঙ্খিত দাবি বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। এজন্য বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী একনেকে এই ব্রিজের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছেন। অচিরেই সম্পূর্ণ কংক্রিট গার্ডার ব্রিজটি বাস্তবায়ন হতে চলেছে।
বাংলাদেশ সময়: ১০:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel