আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | বুধবার, ১২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
জামালপুর সদর উপজেলায় মধ্য বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। জামালপুর সদর উপজেলার ১১ নং শাহবাজপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের একটি পুকুর থেকে মধ্য বয়সী এক মহিলার অজ্ঞাত লাশ উদ্ধার করেছে জামালপুর নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক বেলা ১১ টায় পুকুর পাড় দিয়ে চলাচল কালে মানুষের মত দেখা যায় তাৎক্ষণিক নারায়নপুর তদন্ত কেন্দ্রে খবর দিলে তদন্ত কেন্দ্রের পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, লাশটির উদ্ধার এর পর দেখা যায় গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। জামালপুর সদর থানার ওসি রেজাউল খান জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হবে।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।