আল মাসুদ লিটন | সোমবার, ১২ জুলাই ২০২১ | প্রিন্ট
মহামারী করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া জামালপুরের ১৪২১ জন পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে জামালপুরে পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ প্রশাসন। জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবন মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রলালয়ের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন জামালপুর জেলা প্রশাসন ও জেলা পরিষদ। জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী উপস্থিত থেকে পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ডল, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু, পৌর শ্রমিক লীগের সভাপতি মাহাবুব আনাম বাবলা, বাস টার্মিনাল সভাপতি কাউন্সিলর আলী আজাদ মোল্লাহসহ জেলা প্রশাসন, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। জন প্রতি ১০ কেজি চাউল, ২ কেজি আলু ও নগদ ২০০ টাকা দেওয়া হয়।
Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।