জামালপুরের সরিষাবাড়ী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের স্বাস্থ্য সেবার বৃদ্ধির লক্ষ্যে বহির বিভাগের বর্ধিত রুমের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। শনিবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির বিভাগ বর্ধিত রুম উদ্বোধন ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। উদ্বোধন শেষে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মোহাম্মদ রফিকুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিব হাসান, সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, পৌরসভার কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্স ও কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ।