আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি: | সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | প্রিন্ট
৪র্থ ধাপে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭টি ইউপিতে নৌকা প্রতিকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীসহ চেয়ারম্যান পড়ে মনোনয়ন জমা পড়েছে ৫১টি। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়ার জন্য নৌকা প্রতিকের মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিতরা বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানাগেছে, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১নং সাতপোয়া ইউনিয়নে ৯ জন, ২নং পোগলদিঘা ইউনিয়নে ৫জন, ৩নং ডোয়াইল ইউনিয়নে ৫জন, ৪নং আওনা ইউনিয়নে ৮ জন, ৬নং ভাটারা ইউনিয়নে ৬ জন, ৭নং কামরাবাদ ইউনিয়নে ৯জন ও ৮নং মহাদান ইউনিয়নে ৯ জনসহ মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ৭ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে ২৯৩ জন, সংরক্ষিত নারী আসনে ৯৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহঃবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাচন অফিসার মাকসুদ আলম এসব তথ্য সংবাদ মাধ্যমে জানান ।
Posted ৭:২০ অপরাহ্ণ | সোমবার, ২৯ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।