জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ। পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইউনিয়ন সমন্বয়কারী নারায়ন চন্দ্র পাল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান হেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল সালাম, এম এ গণি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।