শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

জামালপুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা এড. এবিএম ফজলুল বারী তাঁরার

আল মাসুদ লিটন জামালপুর   |   বৃহস্পতিবার, ১০ জুন ২০২১   |   প্রিন্ট

জামালপুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা এড. এবিএম ফজলুল বারী তাঁরার

পৌর শহরের পাথালিয়ার নিবাসী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এবিএম ফজলুল বারী তাঁরা । তিনি মঙ্গলবার দিবাগত রাত ১১:১০ মিনিটে ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জামালপুর মহকুমা ছাত্রলীগের আহবায়ক, ১৯৭১ সালে যুদ্ধ কালিন জামালপুর মহকুমা মুজিব বাহিনীর প্রধান, স্বাধীনতা পরবর্তী জামালপুর মহকুমা যুব লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক, কেন্দ্রীয় যুব লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, জামালপুর পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন এবং জামালপুর জজ কোর্টের সনামধন্য আইনজীবী ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক. মির্জা আজম এমপি, জামালপুর-৫ আসনের এমপি. ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি. এড. বাকী বিল্লাহ, ফারুক আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ, চেয়ারম্যান জেলা পরিষদ জামালপুর বেশকিছু সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক পকাশ করেছেন। বুধবার, মরহুমের গ্রামের বাড়ি পাথালিয়ার জামালুল উলুম মাদ্রাসার ময়দানে প্রথমে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড আব অনার প্রদান করেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার. লিটুস লরেন্স চিরান। এসময় তার সাথে ছিলেন, জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার, সুজাত আলী, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বাদশাহ, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হীরু, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সামছুজ্জামান সুরুজ আকন্দসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। পরে উপস্থিত মুসুল্লী ও তার আত্মীয় স্বজনরা তাঁর নামাযে জানাযা অংশ নেন। জানাযায় অংশ নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব. শফিক আনোয়ার, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি. এড. বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার বর্তমান মেয়র. ছানোয়ার হোসেন ছানু, সাবেক মেয়র মির্জা খাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি. মাসুম রেজা রহিম, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ নেতৃস্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ। এ.বি.এম ফজলুল বারী তারা ২৯ নভেম্বর ১৯৪৭ সালে জামালপুর পৌর এলাকার পাথালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম মরহুম আব্দুল মজিদ আকন্দ মাতা মরহুমা হাজেরা খাতুন। তাঁর চাচা মরহুম এড. আব্দুল হাকিম ছিলেন, এম.এন.এ, এমপি ও গভর্ণর এবং ৬৬ থেকে ৭৫ পর্যন্ত জামালপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি। তাঁর ছোট ভাই আ.ব.ম জাফর ইকবাল জাফু জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বীর মুক্তিযোদ্ধা এড. ফজুলল বারী তারা ছিলেন, তৎকালিণ ছাত্র লীগের সভাপতি, যুব লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনবাংলা ছাত্র পরিষদের সভাপতি, মুজিব বাহিনীর মহকুমা প্রধান। জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে তাঁকে জামালপুর পৌর গোরস্থানে সমাহিত করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins