• শিরোনাম

    জামালপুরের মাস্ক বিতরণ করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার  লিটুস লরেন্স চিরান 

    আল মাসুদ লিটন শনিবার, ২৬ জুন ২০২১

    জামালপুরের মাস্ক বিতরণ করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার  লিটুস লরেন্স চিরান 

    apps

    ২৪ জুন রাত ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে করোনা সংক্রমণ রোধে জামালপুর পৌরসভা এলাকায় জেলা প্রশাসন আরোপিত বিধিনিষেধ প্রতিপালন পর্যবেক্ষণ করতে  রাতে রাস্তায় নামেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটুস লরেন্স চিরান। এ সময় তিনি গাড়ি রেখে হেঁটে ঘুরে ঘুরে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারাভিযানও চালান। ২৪ জুন রাত ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে তার এ অভিযান।

    করোনা সংক্রমণ রোধে সাধারণত দিনের বেলা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়ে থাকে। ২৪ জুন রাতে উপজেলা  নির্বাহী অফিসার  কয়েকজন পুলিশ সদস্য নিয়ে রাস্তায় হাঁটতে দেখেই খবর রটে যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের। তাকে দেখে বিধিনিষেধের মধ্যেও রাতে খোলা থাকা অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। কাউকে জরিমানার বা শাস্তি নয়। জেলা প্রশাসনের জারিকৃত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ কমিয়ে আনার জন্য তাদের সহযোগিতা চান তিনি। তাদের উদ্দেশে জামালপুরসহ সারাদেশে করোনা সংক্রমণ রোধে যার যার অবস্থান থেকে সচেতন থাকারও আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার  লিটুস লরেন্স চিরান। ###

    বাংলাদেশ সময়: ১২:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ