আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | রবিবার, ০৫ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 41 বার
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে সৈয়দা নাজিবা আখতার উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
অত্র বিদ্যালয়ের সভাপতি নরুন্দি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এম. খলিলুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক শাহরিয়ার মোরসালিন জুয়েল।
বাংলাদেশ সময়: ১০:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel