আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | সোমবার, ২৮ মার্চ ২০২২ | পড়া হয়েছে 55 বার
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের খুঁপি বাড়ী গ্রামে এমপি মোজাফফর হোসেনের শাশুড়ির ছালেহা বেগমের জানাজা সম্পন্ন হয়েছে। ২৭ মার্চ রবিবার সকালে বাইতুল রহমান জামে মসজিদের প্রঙ্গনে পরিবারিক কবর স্থানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। যানা যায় – এমপি মোজাফ্ফর হোসেনের শাশুড়ি ছালেহা বেগম গতকাল শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরন করেছেন। মরহুমা ছালেহা বেগম নামাজি ও আল্লা ভীরু একজন সাদা মনের মানুষ ছিলেন। তিনি ছিলেন সুদক্ষ গৃহিণী এবং অতিথি প্রিয় মানুষ। খুঁপিবাড়ী সরকার বাড়ী নিবাসী আব্দুর রহমান সরকারের স্ত্রী ছিলেন ছালেহা বেগম। স্বামী আব্দুর রহমান সরকার পেশায় নায়েব ছিলেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, দুই ছেলে, স্বামী আব্দুর রহমান, নাতী-নাতনীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন । তার বড় জামাতা জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সদর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বলেন, প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। আজ যিনি চলে গেলেন, তিনি আমাকে সন্তানের মতো বড় করেছেন। তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় আমার বাবা মারা যান। ছোট চাচা ও শুশুর আব্দুর রহমান এবং শাশুড়ি ছালেহা বেগম ছিলেন আমার অভিবাবক। বাবার মৃত্যুর পরে, ছোট থেকেই বাবাকে হারানোর যে ব্যাথা, তা কখনো এই পরিবারটি আমাকে বুজতে দেইনি। তারা আমাকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। আমার শাশুড়ি পাচঁ ওয়াক্ত নামাজ পরতেন, ধর্মভীরু এবং সাদা মনের মানুষ ছিলেন। আমার জীবনে গঠনে তার ভুমিকা সব চেয়ে বেশি। তিনি মরহুমের আত্ত্বার শান্তি কামনা করে, সকলের কাছে দোয়াঁ চেয়য়েছেন। মরহুমের জানাজা নামাজে তার আত্বীয় সজনসহ পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জাম আকন্দ বাবু, সদস্য রেজাউল করিম রেজনু, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবন্দরা উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করেন। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের ভাগিনা মাওলানা নুরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১১:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel