আজ ৩১ মে জামালপুর জেলা স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭)
ফুটবল টুনামেন্ট এর সমাপনি খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান এর প্রধান অতিথি মুর্শেদা জামান জেলা প্রশাসক জামালপুর
বিশেষ অতিথি জনাব মোঃ মোকলেছুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ভিক) জামালপুর। আবুল হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ জামালপুর সদর জামালপুর । ডাঃ আব্দুল মান্নান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলার শাখা।
তাহমিনা আক্তার সহকারী ভূমি কর্মকর্তা জামালপুর সদর জামালপুর। সভাপতিত্ব করেন জামালপুরসদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান । সমাপনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন ২নং শরীফপুর ইউনিয়ন পরিষদ বনাম ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ । উপস্থিত ছিলেন দুই ইউনিয়ন চেয়ারম্যান গন এলাকার জনগন সহ অসংখ্য দর্শক ফুটবল প্রেমিকরা খেলা উপভোগ করেন। ১নং কেন্দুয়া বিজয়ী হন এক গোলের ব্যাবদানে সেরা খেলুয়ার ২নংশরীফপুর ইউনিয়ন এর রবিন। সেরা গোল দাতাকেন্দুয়া ১০নম্বর জার্ছি পরিহিত খেলোয়ার আকাশ। সেরা গোলকিপার হন দিঘপাইত ইউনিয়ন পরিষদের খেলোয়ার রবিন।খেলা পরিচালনা করেন নুর ইসলাম -বাবুল ও রিয়া জুল। এর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন সমাপ্তির গঠিত হয় ।