টি এম এ হাসান , সিরাজগঞ্জ: | সোমবার, ১৬ আগস্ট ২০২১ | প্রিন্ট
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) বিকালে শহরের শহীদ এম. মুনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা আওয়ামলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষিকী উপলক্ষে অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্বা এ্যাড: কে.এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত মুন্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ -সভাপতি বীরমুক্তিযোদ্বা আবু ইউসুফ সূর্য, সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: বিমল কুমার দাস, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্বা ইসহাক আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার শফিকুল ইসলাম শফি, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমূখ।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৬ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।