১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওহাটা পৌর আ’লীগ ও পৌর যুবলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজের হল রুমে বর্ধিত সভায় নওহাটা পৌর আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র ও পৌর যুবলীগ সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ। নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওহাটা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, নওহাটা, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও পৌর আ’লীগের সদস্য মো. সাইফুল ইসলাম, নওহাটা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ও পৌর আ’লীগের সদস্য অমল কুমার শাহা, নওহাটা পৌর আ’লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম, নওহাটা পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম সহ নওহাটা পৌর আ’লীগ ও যুবলীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। উল্লেখ্য যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাবহ আগস্ট মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কোরআন খানী, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অব্যাহত রেখেছে নওহাটা পৌর আ’লীগ ও যুবলীগ।