রবিবার ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে উপাচার্যের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে উপাচার্যের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে একযোগে অনুষ্ঠিত এই বৃহৎ ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আজ সকালে একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য মহোদয় পরীক্ষার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ, পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সকাল ১০.৩০ মিনিটে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “প্রায় এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালু করতে পেরে আমরা আনন্দিত। এই পরীক্ষা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সকল প্রকার প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করেছি এবং আশা করি, দেশের সাড়ে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।”

উল্লেখ্য, আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে ১৩৭টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী সংখ্যা ৫,৬০,৫৯৫ জন। মানবিক শাখা ২,৭৪,৭১৮ জন, বানিজ্য শাখা ১,১৭,০৩৬ জন, বিজ্ঞান শাখা ১,৬৮,৮৪১ জন। জেলা সদরের পরীক্ষা কেন্দ্রগুলোতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান-সহ ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রণ সেলে অনলাইন মনিটরিং এর মাধ্যমে সারা দেশে ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভর্তি পরীক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপাচার্য সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেয়ার জন্য পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1165 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins