নবিজুল ইসলাম নবীন, | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে নবনির্বাচিত নীলফামারী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। সোমবার দুপুরে প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম ও সাধারণ সম্পাদক নূর আলমের নেতৃত্বে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে জাতির পিতা ও তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরআগে নীলফামারী সার্কিট হাউসে নবনির্বাচিত নীলফামারী প্রেসক্লাব এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক নূর আলম ও সহ-সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ বক্তব্য দেন শুভেচ্ছা বিনিময়ে।
নীলফামারী প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম বলেন, প্রশাসন ও গণমাধ্যম অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। একে অপরের পরিপুরক। সম্মিলিত ভাবে আমরা যেন জেলার উন্নয়নে কাজ করতে পারি এজন্য প্রশাসনের সাথে সমন্বয় করে এগিয়ে যাবে প্রেসক্লাব।
Posted ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।