লিটন মিয়া লাকু গাইবান্ধা জেলা প্রতিনিধি | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 17 বার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে গাইবান্ধার সর্বস্তরের মানুষ।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে গাইবান্ধা পৌর পার্কের পার্শ্বে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপির পক্ষে , এরপর একে একে জেলা প্রশাসক মো. অলিউর রহমান , গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন ,পৌর মেয়র মতলুবর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক মন্ডল ,সদর উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা,সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌর আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
পরে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের কন্ঠে জাতীয় সঙ্গীত ও কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। কেক কাটা শেষে বেলুন উরিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও দিনব্যাপী নানা সেবা মুলক কর্মসূচী পালনের পর সন্ধ্যায় আতশবাজী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ।
বাংলাদেশ সময়: ৮:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel